১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রেখেই বানিজ্যিক ভবন নির্মাণ, প্রাণহানির আশঙ্কা

২২ অক্টোবর ২০২৫, ১১:২৫ AM
১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি

১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩নং ভবানীপুর ইউনিয়নের জয়পুর বাজারে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি বাণিজ্যিক ভবনে রেখেই চলছে ভবন নির্মাণ কাজ। এক  বছর ধরে ভবন নির্মাণ কাজ চললেও কোন উদ্যোগ নেয়নি পল্লী বিদ্যুৎ।  যে কোন সময় ঘটতে পারে প্রাণহানি।

বিষয়টি নিয়ে কোন  মাথা ব্যথা নেই ভবন মালিকের। ঝুঁকির বিষয়টি জেনেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মাণ শ্রমিকরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন ভবনটিতে। ভবনটির মালিক জয়পুর গ্রামের লাল মিয়ার ছেলে সৌদি প্রবাসী জাকির হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সৌদি প্রবাসী জাকির হোসেন জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন ১ শতাংশ জমি ক্রয় করে ঐ জমির উপর নির্মাণ করছে বহুতল বাণিজ্যিক ভবন। নির্মাণাধীন ভবনের খুঁটির মাধ্যমে বিদ্যুত স্টেশনটিতে ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইন এসেছে আছিম বাজার পল্লী বিদ্যুতের সাবস্টেশন থেকে। এক বছর আগে জাকিরের পিতা লাল মিয়া ঐ জমিতে ভবন নির্মাণ শুরু করেন।

 তারা জানান, ভবনে রাখা হয় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনসহ বিদ্যুতের খুঁটি। এই খুঁটির উপরের অংশে বিদ্যুতের মেইন লাইন। বিদ্যুতের খুঁটি ভেতরে রেখেই নিচ তলার ছাদ ঢালাই করা হয়। এরপরও ঘর মালিক ও নির্মাণ শ্রমিকরা ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছেন দুই তলার কাজ। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। যদি তার ছিঁড়ে পড়ে যায় তা হলে আর রক্ষা নেই। শুধু ঘর মালিকের নয়, ক্ষতিগ্রস্ত হবে বাজারেরও।

স্থানীয়রা আরও জানান, ভবন নির্মাণ জাকির ও লাল মিয়াকে বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্ব রেখে ভবন নির্মাণের পরামর্শ দেয়া হয়েছিল। ঘর মালিক লাল মিয়া কারো পরামর্শই শুনেন নি। ভবন মালিক লাল মিয়া বলেন, বিদ্যুৎ অফিস থেকেও নিষেধ করেনি আমিও খুঁটি সরানোর প্রয়োজন মনে করিনি। তবে ভবিষ্যতে খুঁটি সরানো আবেদন করা হবে।

 লাল মিয়া আরও জানান, বিদ্যুৎ অফিসে কোন কাজের জন্য গেলে শুধু ঘুরতে হয় এবং অনেক টাকাও লাগতে পারে ভেবে বিদ্যুৎ বিভাগকে কিছু জানানো হয়নি।

আছিম সব-জোনাল অফিসের এজিএম শাকিল ভূঁইয়া বলেন, 'বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।  খুঁটি না সরিয়ে কাজ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  কাজ শুরু করার সময় তারা কোথায় ছিলেন এমন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।'

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় ফুলবাড়ীয়া জোনাল অফিসের ডিজিএম নিশীথ কুমার কর্মকার বলেন, 'খুঁটি না সরিয়ে বা বিদ্যুৎ বিভাগকে না জানিয়ে ভবন নির্মাণ করা ঠিক হয়নি। বিষয়টি আমরাও এখন জানলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

 

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫