বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে স্পেশাল ট্রেন চালু ও আন্তনগর ট্রেন  ‘বিজয় এক্সপ্রেসের’ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও আন্তঃনগর ট্রেন ‘বিজয় এক্সপ্রেস’এর এখানে কোনো যাত্রাবিরতি নেই, যা জেলার জনগণের জন্য দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন ‘বিজয় এক্সপ্রেস’ অথচ ব্রাহ্মণবাড়িয়ার মতো জনবহুল ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জেলায় এর কোনো যাত্রাবিরতি নেই এটি অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনটির স্টপেজ নিশ্চিত করার পাশাপাশি একটি স্পেশাল ট্রেন চালুর দাবি জানাচ্ছি।‘

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি ওয়াকার, কমরেড নজরুল ইসলাম, সিপিবি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নিহারঞ্জন, সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক নুরুল আমিন, সচেতন নাগরিক কমিটির (সনাক) প্রতিনিধি এড. আব্দুন নুর, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা ও ওয়াসে সিদ্দিকী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম-সিলেট ও ময়মনসিংহ রুটে সিট সংখ্যা বৃদ্ধি করা হলেও তা যথেষ্ট নয়। চট্টগ্রাম ও কক্সবাজারগামী যাত্রীদের জন্য সরাসরি আন্তঃনগর ট্রেনের বিকল্প নেই। বিজয় এক্সপ্রেস যদি ব্রাহ্মণবাড়িয়ায় থামে, তবে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য এটি এক যুগান্তকারী সুযোগ হবে বিশেষত ময়মনসিংহ ও নেত্রকোনায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য।

বক্তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

 

 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫