কুড়িগ্রামে অরক্ষিত হাউজে পড়ে প্রাণ গেল শিশুর

০৯ অক্টোবর ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১৬ PM
এ হাউজে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে

এ হাউজে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে © টিডিসি

কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরের অরক্ষিত হাউজে পড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালের দিকে চিলমারী নদীবন্দরে এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) রুকনুজ্জামান স্বপন।

মৃত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।

অভিযোগ উঠেছে, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুটি শিশু ওই একই হাউজে পড়ে যায়। তবে তাদের ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ওই সময়ে সংশ্লিষ্টদের একাধিকবার হাউজ সংরক্ষণ করার কথা জানালেও এখনো অব্যবস্থাপনায় পড়ে আছে।

জানা যায়, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউজ ছিল উন্মুক্ত অবস্থায়। ভেতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে নিহত শামীম ওইদিকে গেলে সেই অরক্ষিত হাউজে পড়ে মারা যায়।

চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির ইউট্যাব ও জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫