কমিউনিটি ক্লিনিকের ভবন থেকে সাতটি বিষধর সাপ উদ্ধার, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ PM
কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিক ও পিটিয়ে মেরে ফেলা সাপ

কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিক ও পিটিয়ে মেরে ফেলা সাপ © টিডিসি

ঝালকাঠির নলছিটি উপজেলার কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি বিষধর সাপ ধরা পড়েছে। পরে সাপগুলো পিটিয়ে মেরে ফেলা হয়। এ ঘটনায় স্বাস্থ্যকর্মীরা আতঙ্কে রয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে প্রবেশ করেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম। ক্লিনিকের ফ্লোরে হঠাৎ সাপের নড়াচড়া দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। পরে স্থানীয় মিলনসহ কয়েকজন ছুটে এসে ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে সাতটি বিষধর সাপ ধরে মেরে ফেলেন।


স্থানীয়দের ধারণা, ক্লিনিক ভবনটি বহুদিন ধরে সংস্কার না হওয়ায় দেয়াল ও মেঝেতে ফাঁকফোঁকর ও গর্তের সৃষ্টি হয়েছে। এ জায়গাগুলোই সাপের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

সিএইচসিপি মারজিয়া খানম বলেন, ‘এত পুরোনো ভবনে কাজ করতে ভয় লাগে। আজ সাতটা সাপ ধরা পড়েছে, কাল আরও হতে পারে। ভবনটি দ্রুত সংস্কার না করলে আমাদের দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।’

স্থানীয়রা জানান, ক্লিনিক ভবনটি সংস্কার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এমন বিপজ্জনক পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫