জামিনে বেরিয়েই ধর্ষণের মামলা দেওয়া নারীর ওপর মধ্যযুগীয় বর্বরতা শুরু

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ধর্ষণ মামলার জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে আব্দুল আজিজ খোকন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উল্লা ভরতখালি বাজারে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই নারী জানান, বুধবার বিকেলে তিনি বাজার দিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আব্দুল আজিজ খোকন এবং তার পরিবারের সদস্যরা তাকে ঘিরে ধরে।একপর্যায়ে খোকন তাকে   জোর করে নিজস্ব ওষুধের দোকানে নিয়ে যান। সেখানে তাকে নির্মমভাবে প্রহার করা হয় এবং একটি ব্লেড দিয়ে জোরপূর্বক তার মাথার সব চুল কেটে দেওয়া হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার পান। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরও জানান, আব্দুল আজিজ খোকন দীর্ঘদিন ধরে তাকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা চালান এবং পরবর্তীতে ধর্ষণ করেন। এরপর তিনি বিয়ের জন্য চাপ দিলে খোকন তাকে ভয়ভীতি দেখানো শুরু করেন। পরবর্তীতে ধর্ষণের বিচার চেয়ে গত ৯ সেপ্টেম্বর তিনি গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় জামিন পাওয়ার পর থেকেই হুমকি দিয়ে আসছিলেন। 

এ বিষয়ে গাইবান্ধা জেলা নারী উদ্যোক্তা কাউন্সিলের সভাপতি মাহবুবা সুলতানা বলেন,  এটি একটি মধ্যযুগীয় ও বর্বরোচিত হামলা। আইনের আশ্রয় নেওয়ার পরও একজন নারী যদি এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত হন, তবে তা ন্যায়বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।  এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫