ভুয়া সাংবাদিক সেজে ভূমি অফিসে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

০৭ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
আটক তিনজন

আটক তিনজন © টিডিসি

ভুয়া সাংবাদিক পরিচয়ে বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন দৈনিক রূপবানী পত্রিকার কথিত স্টাফ রিপোর্টার মো. নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার মো. মোস্তফা শিকদার রনি ও এসটিভি বাংলার কথিত ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী বলেন, তারা (ওই তিনজন) নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে এসে কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, ভুয়া সাংবাদিক সেজে কেউ যেন প্রশাসনের নামে অনৈতিক কাজ করতে না পারে, সে জন্য অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান বলেন, ‘ভূমি অফিসে গিয়ে তারা চাঁদা দাবি করছিল বলে অভিযোগ আসে। বিষয়টি নিশ্চিত হয়ে তাদের আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বলেন, ‘সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। কিছু অসাধু ব্যক্তি এই পেশার নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্য লজ্জাজনক ও হতাশাজনক। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে আমরা স্বস্তি প্রকাশ করছি।’

খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫