রাজধানীতে সেই রিয়াদের আরও একটি বাসা, মিলল নগদ টাকা

৩১ জুলাই ২০২৫, ০১:৪০ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM
আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ

আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ © সংগৃহীত

গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরও একটি বাসার একটি খোঁজ পেয়েছে পুলিশ। একইসঙ্গে ওই বাসা থেকে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা রিয়াদের চাঁদাবাজির বিষয়ে খোঁজ নিচ্ছি। বাড্ডা এলাকায়  তার আরও একটি বাসার খোঁজ পাওয়া গেছে। সেখান থেকে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

এর আগে, সোমবার (২৮ জুলাই) রাতে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করা হয়।

সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদা দাবি করে পাঁচ যুবক। শাম্মী আহমেদ পলাতক থাকায় তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা দাবি করে তারা। কয়েকদিন আগে তারা ওই বাসা থেকে ১০ লাখ টাকা নিয়ে যায়। পরে আবার স্বর্ণালঙ্কার আনতে গেলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পরে রিয়াদসহ পাঁচ যুবককে আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

খালেদা জিয়ার মৃত্যুতে গণশিক্ষা উপদেষ্টার শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
শোক জানিয়ে খালেদা জিয়াকে নিয়ে আজহারীর পোস্ট
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক, জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে ফের সিন্ডিকেট সভা শুরু
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবে…
  • ৩০ ডিসেম্বর ২০২৫