রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

১৯ জুলাই ২০২৫, ০৬:৩৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৩ PM
হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত প্রতিরোধ দিবসে প্রদর্শিত হয় এ বার্তা

হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত প্রতিরোধ দিবসে প্রদর্শিত হয় এ বার্তা © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা স্মরণে রাজধানীর হাতিরঝিলে উদযাপন করা হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিলের অ্যাম্পিথিয়েটারে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ আয়োজন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রদর্শিত হয় দুটি প্রামাণ্যচিত্র— ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’।

সংগীত পরিবেশনায় অংশ নেন শিল্পী সেজান, তাশফি ও সানি। মঞ্চ মাতান ব্যান্ডদল র‍্যাপার কালেক্টিভ ও আর্টসেল। তারা পরিবেশন করেন ‘জুলাইয়ের গান’সহ একাধিক প্রতিরোধের সংগীত, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল এক ব্যতিক্রমী ড্রোন শো। রাতের আকাশজুড়ে প্রদর্শিত হয় প্রতিবাদী বার্তা— ‘নাটক কম করো পিও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস উইল বি সার্ভড’, ‘বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে’ ইত্যাদি। এসব বার্তার মধ্য দিয়ে স্মরণ করা হয় শহীদদের আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের প্রতিরোধ চেতনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএসসহ বহু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও আয়োজনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিশিষ্ট নাগরিক ও শহীদ পরিবারের সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ কেবল স্মরণ নয়, বরং প্রতিবাদ ও প্রতিজ্ঞার দিন— যেখানে গণঅভ্যুত্থানের সাহসিকতা, আত্মত্যাগ ও ঐক্যের চেতনা নতুনভাবে ছড়িয়ে দেওয়া হয় আগামীর প্রজন্মের মধ্যে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫