ট্রাফিক পুলিশের মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন চালক

০৬ জুলাই ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM
দগ্ধ মোটরসাইকেল

দগ্ধ মোটরসাইকেল © টিডিসি ফটো

ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার জেরে ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। রোববার (৬ জুলাই) দুপুরে বরগুনা মাছ বাজারসংলগ্ন ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে।

নজরুল বরগুনা শহরের চরকলোনির উকিল পট্টির বাসিন্দা এবং পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল মোটরসাইকেল নিয়ে জিরো পয়েন্ট থেকে ট্রাফিক বক্সের সামনে দিয়ে যাওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট শাহাবুদ্দিন তাকে থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান। সে সময় নজরুল জানান, তার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত এবং কাগজপত্র বাসায় রয়েছে। বাসা কাছাকাছি হওয়ায় তিনি কাগজ নিয়ে এসে দেখান।

তবে হেলমেট না থাকার কারণে সার্জেন্ট শাহাবুদ্দিন তার বিরুদ্ধে  মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে নজরুল হঠাৎ মোটরসাইকেলের তেল ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দেন।

পরে উপস্থিত লোকজন পাশের দোকান থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ মোটরসাইকেলটি পুলিশ বরগুনা থানায় নিয়ে যায় এবং চালক নজরুল ইসলামকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে।

এ বিষয়ে নজরুল বলেন, ‘আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত। আমি দ্রুত বাসায় ফিরছিলাম। তবু আমাকে মামলা দেওয়া হয়েছে—এটাই সহ্য করতে না পেরে এই কাজ করেছি।’

ট্রাফিক সার্জেন্ট শাহাবুদ্দিন বলেন, ‘আমি মাছবাজার এলাকায় দায়িত্বে ছিলাম। হেলমেট ছাড়া দেখে থামিয়ে কাগজপত্র দেখতে চাই। তিনি কাগজ আনতে চান, তাই নাম-ঠিকানা রেখে তাকে সুযোগ দেওয়া হয়। কাগজ নিয়ে এলে কাগজের মামলা দেওয়া হয়নি, শুধু হেলমেট না থাকায় মামলা করা হয়। এরপরই তিনি ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।’

বরগুনা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. সোয়েব জানান, বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নজরে নিয়ে নজরুলের বক্তব্য শুনেছেন। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫