ব্যাংকার্স সিলেকশন কমিটির সিনিয়র অফিসার পদের পরীক্ষা স্থগিত

১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ AM
বাংলাদেশ ব্যাংকের লোগো

বাংলাদেশ ব্যাংকের লোগো © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় সিনিয়র অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (আজ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয় আয়োজিত সিনিয়র অফিসার পদের (জব আইডি–১০২২০) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর গতকাল রাত থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ শুরু হয়। এর ফলে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে এবং অনেক পরীক্ষার্থী ঢাকায় পৌঁছাতে পারেননি।

এ পরিস্থিতি নিয়ে চাকরিপ্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে রাত থেকেই উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আসছিলেন তারা। 

এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা মাওলানা ভাসানীর নাতির
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি অবাক, মজাও পাচ্ছি: জাইমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
এ হাদিকে আমার জানা ছিল না: হামিম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক সাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
  • ২৮ ডিসেম্বর ২০২৫