মধ্যরাতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

২৮ আগস্ট ২০২৫, ০৭:১২ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ AM
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান শিক্ষার্থীদের

উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান শিক্ষার্থীদের © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালুর দাবিতে মধ্যরাতেও আন্দোলন অব্যাহত রেখেছেন ভেটেরিনারি সায়েন্স ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অবরোধ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। এর আগে সন্ধ্যা ৭টা থেকে জরুরি শিক্ষা কাউন্সিল গঠনের দাবিতে তারা আন্দোলন শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রী হল ও কে আর মার্কেট সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেওয়ায় সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সারা রাত তারা থেমে থেমে স্লোগান ও বিক্ষোভ করতে থাকেন। রাত ২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। এটি উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিএসসি ভেটেরিনারি সায়েন্স ও পশুপালন ডিগ্রিকে একত্রিত করে ‘কম্বাইন্ড ডিগ্রি’ চালুর দাবিতে গঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৮ সদস্যের একটি কমিটি ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ভোটগ্রহণ করেছে। তাতে ৯০ শতাংশেরও বেশি শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে ভোট দিয়েছেন। এরপর কমিটি প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে বুধবার উপাচার্যের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। শিক্ষার্থীদের দাবি, এখন কেবল শিক্ষা কাউন্সিল গঠন এবং সিন্ডিকেট সভার অনুমোদন বাকি রয়েছে।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা কাউন্সিল গঠনের জন্য প্রশাসনকে বলে আসছি। কিন্তু তারা শুধু সময়ক্ষেপণ করছেন। আজ উপাচার্য আগামী বুধবার পর্যন্ত সময় চেয়েছেন। কিন্তু আমরা চাই আগামী রবিবারের মধ্যেই জরুরি শিক্ষা কাউন্সিল গঠন করে কম্বাইন্ড ডিগ্রি চালুর প্রক্রিয়া শুরু করা হোক।’

পশুপালন অনুষদের শিক্ষার্থী তাজকিয়াতুন মিরা বলেন, ‘আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।’

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা গত ২৭ জুলাই থেকে এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গত সোমবার থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫