সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি, শিক্ষার্থীদের প্রতিবাদ

১৬ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) © ফাইল ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার প্রতিবাদে গতকাল শুক্রবার রাত পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ‘ক্যাম্পাসে রাজনীতি, চলবে না চলবে না’ এবং ‘প্রশাসন জবাব চাই, জবাব চাই’–সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অভিযোগ, যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে, সেখানে ছাত্রদলের নতুন কমিটি গঠনের ঘটনা অগ্রহণযোগ্য।

মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, “মিছিলে ৬০ থেকে ৭০ জন সাধারণ শিক্ষার্থী ছিলেন। তাঁরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। আমরা চাই না ক্যাম্পাসে রাজনীতি ফিরে আসুক। অথচ নতুন কমিটি গঠন করে ছাত্রদল আবার পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে।”

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরে গত বৃহস্পতিবার সিকৃবি ছাত্রদলের ৪৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে বিষয়টি প্রচারিত হয় গতকাল সন্ধ্যায়। এরপরই শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভে নামে।

নবঘোষিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন সানাউল হোসেন এবং সদস্যসচিব হয়েছেন সোহান তালুকদার। কমিটির ২৫ জন যুগ্ম আহ্বায়ক, ১৮ জন সদস্য এবং একজন ছাত্রীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মুরশিদা আক্তার নামের ওই ছাত্রীই একমাত্র নারী সদস্য। কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৪ আগস্ট ডিন কাউন্সিলের জরুরি সভায় সিকৃবিতে সব ধরনের রাজনীতি, সভা-সমাবেশ, র‍্যাগিং ও বুলিং নিষিদ্ধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও তখন জানানো হয়েছিল। গত বৃহস্পতিবারও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আবার প্রকাশ করা হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে নবঘোষিত কমিটির আহ্বায়ক সানাউল হোসেন বলেন, “এ মিছিল একটি গুপ্ত সংগঠনের কর্মীরা করেছে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকায় সিকৃবি ছাত্রদলের কোনো কার্যক্রমও নেই। আমাদের কমিটি হয়েছে ঠিকই, কিন্তু ক্যাম্পাসে কোনো কর্মসূচি করা হবে না। তবে যাঁরা প্রতিবাদ মিছিল করেছেন, তাঁরাই উল্টো নিয়ম ভেঙেছেন।”

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫