বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি
জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আজ বুধবার (২৪ ডিসেম্বর) শেষ হচ্ছে। একইদিন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। সে হিসেবে এই ২০ বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য আজ পর্যন্ত সময় পাচ্ছেন শিক্ষার্থীরা।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ইউনিটে ১ লাখ ৭৮ হাজার ১৬০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইউনিটভিত্তিক আবেদনের সংখ্যা অনুযায়ী ‘এ’ ইউনিটে ১ লাখ ০৬ হাজার ৫৩৮, ‘বি’ ইউনিটে ৫৭ হাজার ৪৫৭ এবং ‘সি’ ইউনিটে ১৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ, ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। গত ১০ ডিসেম্বর থেকে ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়।
আরও পড়ুন: জাবির ডি ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ২২৭ ভর্তিচ্ছুর
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে বুধবার (২৪ ডিসেম্বর)। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ভর্তি ওয়েবসাইটে https://hstu.ac.bd/admission/index। আবেদন ফি প্রতি ইউনিটের জন্য ১ হাজার টাকা। আর্কিটেকচার বিভাগে আবেদনকারীদের অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে (মোট ১ হাজার ২০০)।
বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ১৬ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে পরবর্তীতে এ সময়সীমা ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধ করা হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।