আর প্রকাশ্যে মুখ দেখাবেন না লুবাবা

২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ PM
সিমরিন লুবাবা

সিমরিন লুবাবা © সংগৃহীত

মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। একইসঙ্গে তিনি আর কখনো প্রকাশ্যে মুখ দেখাবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে কিছু প্রচারণার কাজ করলেও সেটাও নেকাবের সঙ্গেই করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে জেমি বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘লুবাবা এরই মধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। তাঁর দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে পরিচিতি পান।

ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির এমপি প্রার্থী ঝুমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ডুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদী …
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়ন ফরম তুললেন মডেল মেঘনা আলম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত, আহত ১
  • ২৮ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আট…
  • ২৮ ডিসেম্বর ২০২৫