‘প্রচণ্ড ধর্মভীরু মানুষ খালেদা জিয়া, নিয়ম করে প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন’

৩০ নভেম্বর ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০২:১৯ PM
খালেদা জিয়া ও ডি এ তায়েব

খালেদা জিয়া ও ডি এ তায়েব © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়ম করে প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন বলে জানিয়েছেন স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও অভিনেতা ডি এ তায়েব। রবিবার (৩০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

পোস্টে ডি এ তায়েব লেখেন, এটি কোনো রাজনৈতিক পোস্ট নয়। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাবেক ৩ বারের মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার ৫ বছর পাইলট ছিলাম। তার প্রটোকলে থেকে বহুবার তার সাথে কথা বলার সুযোগ হয়েছে, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

তিনি লেখেন, উনি একজন পরিশ্রমী মানুষ। একজন স্বচ্ছ, ত্যাগী, খাটি দেশপ্রেমিক মানুষ। সত্যিকারের একজন আপোষহীন নেত্রী উনি। সর্বোপরি সবার ঊর্ধ্বে উনি একজন মা। 

খালেদা জিয়ার সুস্থতা কামনা কররে এই অভিনেতা লেখেন, কাছে থেকে দেখেছি- উনি প্রচণ্ড একজন ধর্মভীরু মানুষ। নামাজ পড়তেন নিয়মিত। প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন। দেশের প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি, আল্লাহ যেন অতি দ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। 

চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’
  • ২৮ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা: গ্রেফতার ৬ আসামি ২ দিনের র…
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ, কতজন তুললেন জমা দিলেন
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫