নতুন প্রেমে বাঁধন, জীবনের ‘সবচেয়ে সুন্দর’ সময় কাটাচ্ছেন অভিনেত্রী

২৩ নভেম্বর ২০২৫, ০৭:০৯ PM
আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন © ফাইল ছবি

প্রায় ১১ বছর আগেই মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিচ্ছেদ হয় আজমেরী হক বাঁধনের। এ সংসারে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্ন, আলোচনা আর গুজব তাঁকে ঘিরে থাকলেও আর কোনো সম্পর্ককে তিনি বিয়ের মাধ্যমে নতুন রূপ দেননি।

তবে জীবনে প্রেম এসেছিল। প্রায় চার বছর একটি সম্পর্কে ছিলেন বাঁধন। গেল বছরের শুরুর দিকে সেই সম্পর্কের ইতি ঘটে। এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। সম্পর্ক ভাঙার কষ্টের সঙ্গে যুক্ত হয়েছিল দেশের জুলাই গণ-অভ্যুত্থানের অস্থির পরিস্থিতি। সব মিলিয়ে মানসিকভাবে কঠিন সময় পার করেছেন অভিনেত্রী।

কঠিন সময়ের কথা স্মরণ করে বাঁধন গণমাধ্যমকে জানান, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের সার্বিক পরিস্থিতি আর আমার ব্রেকআপ—সবকিছু মিলিয়ে অন্য রকম একটা সময় কাটছিল।’

বর্তমানে বাঁধন ঢাকার মিরপুরে মা–বাবার সঙ্গে মেয়েকে নিয়ে থাকেন। বিয়ে নিয়ে পরিবার থেকে কোনো চাপ নেই—এই স্বস্তিও তিনি অনুভব করেন। আগের অভিজ্ঞতার কারণে তাঁর মধ্যে কিছুটা ট্রমা কাজ করলেও এখন তিনি জীবনের অন্যতম সুন্দর সময় কাটাচ্ছেন বলে জানান।

জানা গেছে, নতুন প্রেমে পড়েছেন বাঁধন। সম্পর্কটিকে তিনি যত্ন করে এগিয়ে নিতে চান। খুব শিগগিরই প্রকাশ্যে আনবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তাঁর ভাষায়, ‘আমি এখন জীবনের খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন আর সন্তান—সব মিলিয়ে দিনগুলো খুব উপভোগ করছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। নতুন সম্পর্কে মাত্রই পড়েছি, তাই এটাকে সময় দিতে চাই। খুব শিগগিরই বিষয়টি জানাব।’

এরই মধ্যে বাঁধন দুটি কাজ সম্পন্ন করেছেন, যেগুলো আগামী বছর মুক্তি পাবে। পাশাপাশি নির্বাচনের পর নতুন একটি সিনেমার শুটিংয়েও অংশ নেওয়ার কথা রয়েছে।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫