চলচ্চিত্র ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন আজ

২৬ নভেম্বর ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:২৩ PM
সালমান শাহ

সালমান শাহ © সংগৃহীত

আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার—বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৫৪ বছর।

তবে জীবনের সেই পথটা দীর্ঘ হয়নি। মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ করেই থেমে যায় তার জীবনযাত্রা। স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি যে প্রভাব রেখে গেছেন, তা আজও রয়ে গেছে অমলিন। নব্বই দশকের ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত ও স্টাইলিশ নায়ক হিসেবে স্মরণীয় হয়ে আছেন তিনি।

সালমান শাহর জনপ্রিয়তা যেন সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। অনেকে মনে করেন, তিনি যত অল্প সময়ের জন্য এসেছিলেন, ততই গভীরভাবে ছাপ ফেলেছেন দর্শকের হৃদয়ে। তাই মৃত্যুর প্রায় তিন দশক পরেও তার আবেদন এতটুকু কমেনি।

তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণা, এক স্টাইল আইকন। শুধু দর্শকরাই নয়, সহশিল্পীরাও তাকে আদর্শ হিসেবে বিবেচনা করতেন। অভিনয়ে যেমন সাবলীল ছিলেন, তেমনি তার পোশাক ও ফ্যাশনেও ছিল অনন্যতা। অনেকের মতে, সালমান শাহ সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন—প্রায় ‘টাইম ট্রাভেলার’-এর মতো। কারণ তিন দশক আগেই যেসব ফ্যাশন তিনি অনুসরণ করেছেন, তা আজকের নায়কদের মধ্যেও দেখা যায়।

আজ তার জন্মদিনে ভক্তরা তাকে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছেন। যদিও তিনি নেই, তবুও তার অনুপস্থিতি এখনো ভক্তদের মনে এক শূন্যতার সৃষ্টি করে। বাংলা সিনেমার এই অমর নায়ক এখনও জীবন্ত আছেন কোটি ভক্তের ভালোবাসায়।

চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বিপিএলের রেকর্ড বইয়ে পাকিস্তানি তারকা অলরাউন্ডার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আল্লাহর পরিকল্পনায় ধানের শীষের জোয়ারের বিপক্ষে লড়তে হচ্ছে: …
  • ২৯ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া:…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সুপারিশের তিন মাসেও হয়নি গেজেট, পদায়নবঞ্চিত ৩৫০০ চিকিৎসক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াতের সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি দল
  • ২৯ ডিসেম্বর ২০২৫