গাড়ি পার্কিংয়ের জায়গা করতে নিয়ম ভেঙে কাটা হলো ঢাবির গাছ

কাটা গাছ
কাটা গাছ  © ফাইল ফটো

আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের স্নাতকের ছাত্রী মরিয়ম মুন্নী গাছ কাটার ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ইনস্টিটিউটে (আধুনিক ভাষা ইনস্টিটিউট) আগেও একই জায়গার গাছ কাটা হয়েছিল৷ এখন আবার পার্কিংয়ের জায়গা বরাদ্দ বলে ৩০ বছরের পুরোনো করবী ফুলের গাছ কাটা হচ্ছে৷ খুবই দুঃখজনক৷ গাছটা খুব সুন্দর দেখাত৷’

আধুনিক ভাষা ইনস্টিটিউট চত্বরের গাছ কাটার বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানান আরবরি কালচার সেন্টারের পরিচালক ও উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘সাধারণত গাছ কাটা বা এ ধরনের বিষয়ে বিভিন্ন দপ্তর থেকে আরবরি কালচার সেন্টারকে চিঠি দেওয়া হয়৷ আমরা সেটি ইনভেস্টিগেট করে (খতিয়ে দেখে) প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি৷ কিন্তু আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে আরবরি কালচার সেন্টারে এ ধরনের কোনো চিঠি আসেনি৷ এই গাছ কাটার বিষয়ে আমাদের অবহিত করা হয়নি৷ গাছ কাটার কাজটিতে নিয়ম মানা হয়নি৷’

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটে গাছ কাটা ঠিক হয়নি বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) এবং বৃক্ষায়ণ ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক মুহাম্মদ সামাদ বলেন, ‘গাড়ি রাখার জায়গা কীভাবে করা হবে, তা নিয়ে আলোচনা করা যেত৷ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা ঠিক হয়নি৷ আরবরি কালচার সেন্টারের পরিচালকের সঙ্গে কথা বলে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব৷’


সর্বশেষ সংবাদ