কর্মীকে মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে চবি ছাত্রলীগ

চবি ছাত্রলীগের সঙ্গে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি
চবি ছাত্রলীগের সঙ্গে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীকে পিটিয়েছে স্থানীয় জনগণ। ছাত্রলীগ কর্মীর বাইকের সাথে অটোরিকশার ধাক্কা লাগার জেরে এ ঘটনার শুরু। রোববার (২২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। ফলে ছাত্রলীগের সঙ্গে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

জানা যায়, চাবি ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের কর্মীরা এতে আহত হয়েছেন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিজয় গ্রুপের শতাধিক নেতাকর্মী আলাওল হলে জড়ো হন। পরে রামদা, স্টাম্পসহ লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের কর্মীরা গ্রামে ঢুকে কিছু বাড়িঘর ভাঙচুর করেন। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

উপস্থিত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, চালককে ধাক্কা লাগার কারণ জিজ্ঞেস করলে স্থানীয় এক যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গালাগাল শুরু করে। এতে বিজয়ের ৫ ছাত্রলীগ কর্মী মিমাংসা করতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। 

এ বিষয়ে ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের নেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের একটু সমস্যা হয়েছে। শিক্ষার্থীরা জমায়েত হওয়ায় পরিস্থিতি কঠিন হলেও প্রশাসনের হস্তক্ষেপে এখন স্বাভাবিক আছে। বিজয়ের ৪/৫ জন আহত হয়েছে শুনেছি। 

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল। ছাত্ররা উত্তেজিত হয়ে স্থানীয়দের এলাকায় ঢুকে পড়ে। পরে প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানা পুলিশ এসে ছাত্রদেরকে হলে ফিরিয়ে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।


সর্বশেষ সংবাদ