ঢাবিতে যে পাঁচ কোটায় শিক্ষার্থী ভর্তি করানো হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পাঁচ ধরনের কোটা রয়েছে। এগুলো হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায় কোটা, খেলোয়াড় কোটা, মুক্তিযোদ্ধা কোটা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য পোষ্য কোটা এবং প্রতিবন্ধী কোটা। প্রতিবন্ধী কোটায় এবছর ৬১ জন ভর্তির সুযোগ পাবেন।

জানা যায়, কোটায় ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত বিভাগের নির্ধারিত শর্তও পূরণ করতে হয়। কোটায় আবেদন করা শিক্ষার্থীদের আলাদা মেধাতালিকা তৈরি করে আসন বণ্টন করা হয়ে থাকে।

এদিকে এবছর থেকে প্রতিবন্ধী কোটায় নতুন একটি ক্ষেত্র যোগ করা হয়েছে। সর্বশেষ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষ থেকে স্নায়ু-বিকাশগত প্রতিবন্ধী শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবে। এর আগে, প্রতিবন্ধী কোটায় দৃষ্টি, শ্রবণ, শারীরিক ও বাকপ্রতিবন্ধীরা সুযোগ পেতেন। বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, প্রতিবন্ধী কোটায় এক শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।

আরও পড়ুন- আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এবছর থেকে প্রতিবন্ধী কোটায় স্নায়ু-বিকাশগত প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। ভর্তি কমিটির সভায় সেটি সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ওই দিন ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জুন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ