রাবিতে দ্বিতীয়বার ভর্তির দাবিতে মহাসড়ক অবরোধ (ভিডিও)

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১২টায় বিশ্বিবদ্যালয়ের প্রধান ফটোকে কর্মসূচি পালনকালে এ সড়ক অবোধ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, দ্বিতীয়বার ভর্তি সুযোগ চাই, দিতে হবে, সিলেকশন পদ্ধতি বাতিল চাই, বঙ্গবন্ধুর বাংলায়, দ্বিতীয়বার সুযোগ চাই’- স্লোগান দিতে থাকেন।

এসময় কর্মসূচিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী সংগ্রাম হোসেন বলেন, আমরা দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে বরাবরের মতো আজকেও এখানে দাঁড়িয়েছি। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন পদ্ধতি বাতিল করে আবার দ্বিতীয়বার ভর্তি সুযোগ দেয়া হোক।

বিশ্ববিদ্যালয়গুলো জনগণের টেক্সের টাকায় চলে, অথচ আমরা এখানে বৈষম্যের শিকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবি জানিয়েছি, কিন্তু তারা এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি। তাই আমরা আমাদের দাবি আদায়ে আজকেও মাঠে নেমেছি বলে জানান এ শিক্ষার্থী।

এছাড়া মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাবিতে ২০১৮ সাল থেকে সেকেন্ড টাইম পরিক্ষা বন্ধ করা হয়। শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি থাকা সত্বেও সিলেকশন নিয়মের কারণে ভর্তি পরীক্ষা দিতে পারিনা। সিলেকশন সিস্টেমের কারণে অনেক সত্যিকারের মেধাবী প্রথমেই বাদ পড়ে যায়। আমরা চাই আবার সেকেন্ড টাইম চালু হোক।

এদিকে, বেলা ১১টায় বিশ্বিবদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এসময় তাদের এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক এসে তাদের দাবি অফিসিয়ালি জানাতে অনুরোধ করেন। সেখানে উপস্থিত হয়ে ভর্তিচ্ছুদের ২ জনের আলোচনায় বসারও আহ্বান জানান সহকারী প্রক্টর ফয়সাল আহমেদ।

এসময় আন্দোলনকারীরা দ্বিতীয়বার ভর্তি সুযোগ চেয়ে নানান স্লোগান দিতে থাকেন এবং ভিসি না আসা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 


সর্বশেষ সংবাদ