১৬ ডিসেম্বর ২০২১, ১৩:৫৮

বিজয় দিবসকে স্বাধীনতা দিবস উল্লেখ করে বঙ্গবন্ধু হলের নোটিশ

বিজয় দিবসকে স্বাধীনতা দিবস উল্লেখ করে বঙ্গবন্ধু হলের নোটিশ  © টিডিসি ফটো

বিজয় দিবসকে স্বাধীনতা দিবস উল্লেখ করে নোটিশ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু হল কর্তৃপক্ষ। তবে এটিকে অসাবধানতাবশত ভুল দাবি করে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (১৫ ডিসেম্বর) হলের বোর্ডে প্রকাশিত নোটিশটি আজ বৃহস্পতিবার সকলের নজরে আসে।

নোটিশে উল্লেখ্য করা হয়, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক হলের ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং সকাল ৭.০৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।’’

পড়ুন: পুষ্পস্তবকে বানান ভুল চবি বঙ্গবন্ধু পরিষদের

সেই লক্ষ্যে সকাল ৬.৪৫ মিনিটে সকল ছাত্রদের হলের গেটের সামনে আসার জন্য নোটিশে উল্লেখ করা হয়।

পড়ু: ভিকারুননিসার ফটকের ব্যানারে বানান ভুল

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মলয় কুমার ভৌমিক আক্ষেপ প্রকাশ করে বলেন, এই বিষয়গুলো আসলে খুবই স্পর্শকাতর। এ ধরনের ভুল আমারা আগেও লক্ষ্য করেছি। এর অন্যতম কারণ হলো আমাদের নিষ্ঠার এবং আন্তরিকতার অভাব।

পড়ুন: বিজয় দিবসের ব্যানারে ভুল, পদ হারালেন চবির ডেপুটি রেজিস্ট্রার

তিনি আরও বলেন, আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা দূরে সরে যাচ্ছি। সাধারণত কোন বিষয় জনসম্মুখে প্রকাশের পূর্বে আমাদের উচিত ভালোভাবে সেটা যাচাই করে নেয়া।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার কাছে এরকম ভুল আশা করা যায় না। আমি তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। বিষয়টি তার কাছ থেকে কাম্য নয়, কেননা তিনি দিবসটির সকল কার্যক্রমের সাথে শুরু থেকে যুক্ত ছিলেন।

এদিকে, এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ। তিনি বলেন, ‘অনেক ব্যস্ততার মধ্যে থাকার কারণে বিষয়টি ঠিকভাবে খেয়াল করা সম্ভব হয়নি। আমরা নোটিশটি সরিয়ে নিয়েছি এবং সংশোধিত নোটিশ প্রকাশ করার ব্যবস্থা করছি।’