শহীদ বুদ্ধিজীবী দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

রাবি রিপোর্টাস ইউনিটির শ্রদ্ধাঞ্জলি
রাবি রিপোর্টাস ইউনিটির শ্রদ্ধাঞ্জলি  © টিডিসি ফটো

যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে এ শ্রদ্ধা জানায় সংগঠনটি।

পুষ্পস্তবক অর্পণ শেষে বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে এক মিনিট নিরবতা পালন করে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে করা হয়।

আরও পড়ুন- রাবি ভর্তি পরীক্ষা: ফলাফল যাচাই প্রক্রিয়ায় গরমিলের অভিযোগ 

সমাবেশে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের সঞ্চালনায় সভাপতি রাশেদ বলেন, বিজয়ের পূর্ব মুহুর্তে এদেশকে মেধা শূন্য করতে, রাষ্ট্রীয় অবকাঠামোকে পঙ্গু বানাতে পাকিস্তানি হানাদার বাহিনী, আলবদর ও রাজাকারেরা মিলিত হয়ে এদেশের সূর্য সন্তানদের রাতের আঁধারে নির্বিচারে হত্যা করে। রচনা করে পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। বর্তমানে এই দিবসটি ঢাকা কেন্দ্রীক হয়ে গেছে। আজ বুদ্ধিজীবী দিবস এটা জানলেও অধিকাংশ শিক্ষার্থীরা জানে না আমাদের দেশের আসলে শহীদ বুদ্ধিজীবী কারা। এ জন্য বুদ্ধিজীবীদের জীবনী আমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করতে হবে।

কর্মসূচিতে রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আশিক ইসলাম ও মুজাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ পরাণ, অর্থ সম্পাদক আসিফ আহম্মেদ দিগন্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু হক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হাসান, ক্রিড়া সম্পাদক মিনহাজ আবেদিন, সমাজকল্যাণ সম্পাদক তানভীর তুষার, অভ্যর্থনা ও সংস্কৃতি সম্পাদক মারজিয়া আকতারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- রাবি ভর্তি: নির্ধারিত সময়ে সাবজেক্ট চয়েস না দিলে প্রার্থীতা বাতিল

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন-অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. মোহাম্মদ মুর্তজা, অধ্যাপক রাশিদুল হাসান, ড. সন্তোষ ভট্টাচার্য, ডা. মোহাম্মদ শফি, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমদ, খোন্দকার আবু তালেব, আ ন ম গোলাম মোস্তফা, শহীদ সাবের, সৈয়দ নাজমুল হক, জহির রায়হান, আলতাফ মাহমুদ, ড. আবদুল খায়ের, ড. সিরাজুল হক খান, ড. ফয়জল মহী, ডা. আবদুল আলীম চৌধুরী, সেলিনা পারভিন, কবি মেহেরুন্নেসা, গিয়াস উদ্দীন আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ