চবিতে ভর্তি পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ০৯:২৫ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২১, ০৯:২৫ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও উত্তীর্ণের তালিকায় এক পরীক্ষার্থীর ক্রমিক নম্বর এসেছে। সম্প্রতি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে মোবাইলে এসএমএস পাঠানো হলে বিষয়টি জানতে পারেন আফসারা তাসনিয়া নামের ওই শিক্ষার্থী।
মেধাক্রমে আফসারা তাসনিয়া বাংলায় ১৪ দশমিক ৭৫, ইংরেজিতে ৪ দশমিক ৭৫ ও সাধারণ জ্ঞানে ১৬ দশমিক ৭৫ পেয়েছেন। জিপিএ নম্বরসহ তার মোট প্রাপ্ত নম্বর ৫৫ দশমিক ৪৭। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, আমাদের কাছে ইউনিট প্রধানেরা যে রেজাল্ট তৈরি করে পাঠান, আমরা সেটা শুধু প্রকাশ করি।
এ বিষয়ে জানতে ডি-১ উপ ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, এটা ঠিক আছে ওই শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। তবে আরেক ছাত্র যার রোল নম্বর '৪৯২৫৬২' এর স্থলে '৪৯২৫৬১' লিখেছেন। এ জন্য এমনটা হয়েছে।