ঢাবিতে ক্লাস চালুর সিদ্ধান্ত আরও পরে: ভিসি

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান
উপাচার্য ড. মো. আখতারুজ্জামান  © সংগৃহীত

করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে থেকে ক্যাম্পাসের হলগুলোতে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। 

সকাল ১০টায় বিজয় একাত্তর হল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জীবন মান উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, হল খোলার পরে ক্লাস-পরীক্ষা ও করোনা সংক্রমণ বাড়া কমার ওপর ইস্যুতে সিদ্ধান্তগুলো পরবর্তীতে সবার সাথে আলোচনা করে নেয়া হবে। আবাসিক হলগুলোতে আর গণরুম থাকছে না বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ