পরীক্ষা ছাড়াই চলে গেল অনার্সের অর্ধেক সময়

পরীক্ষা ছাড়াই চলে গেল অনার্সের অর্ধেক সময়
পরীক্ষা ছাড়াই চলে গেল অনার্সের অর্ধেক সময়

মহামারি করোনায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ আছে সকল বিশ্ববিদ্যালয়। ফলে যারা গত বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের অনার্সের প্রায় অর্ধেক সময় পার হতে চলছে। এখনো বসা হয়নি ক্লাসে। হয়নি কোন সেমিস্টার পরীক্ষা। এমনকি অনেকে এখনো জানেন না তার সাথে কারা ভর্তি হয়েছে। যদিও কিছু প্রাইভেট বিশ্বিবিদ্যালয়ে অনলাইনেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২০১৯-২০ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর হোসেন বলেন, অনলাইনে গত ২৮ জানুয়ারি দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শেষ হয়েছে। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হয়নি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা নিয়মিত পরীক্ষা শেষ করে চতুর্থ সেমিস্টারে আছে। বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে যে সুখের স্বপ্ন দেখেছি, তা বিষাদে পরিণত হচ্ছে। চার বছরের স্নাতকে ছয় মাস সেমিস্টার হওয়ার কথা। সেই হিসাবে গত বছরের জুনে প্রথম, ডিসেম্বরে দ্বিতীয় ও চলতি বছরের জুনে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেলেও অন্তর প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, এত দিন চলে গেল। আমরা এখনো প্রথম বর্ষেই পড়ে আছি। দুই সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হলে দেখা যাবে, জুনিয়রসহ একই বর্ষে আছি। কে জুনিয়র, কে সিনিয়র বোঝাই মুশকিল হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বলেন, নিজস্ব আইনে চলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এরপরেও আমরা তাদের বলেছি, তারা ইচ্ছা করলেই অনলাইনে পরীক্ষা নিতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে সশরীরেও পরীক্ষা নিতে পারবে তারা বলেও এসময় উল্লেখ করেন তিনি।


সর্বশেষ সংবাদ