রাবির সাবেক উপ উপাচার্যের বিরুদ্ধে আইনি নোটিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঢাকার অতিথি ভবনের জমি ক্রয় সংক্রান্ত অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কমিটির সভাপতি ও সাবেক উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানসহ জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপাচার্য বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ রবিবার (৯ মে) দুপুরে আইনজীবী গোলাম রব্বানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা জজ কোর্টের আইনজীবী গোলাম রব্বানী এ নোটিশ পাঠান।

তবে নোটিশের কপি বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক আনন্দ কুমার সাহা। তিনি বলেন, লিগ্যাল নোটিশের বিষয়ে রেজিস্ট্রারের কাছে খোঁজ নিয়েছি। এ ধরনের কোনো নোটিশ আমরা পাইনি।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে আত্মসাৎ করা অর্থ ফেরত নেওয়ার ব্যবস্থা না করা হলে বর্তমান উপাচার্যের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।

আইনজীবী গোলাম রব্বানী বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বপ্রণোদিত হয়ে এই নোটিশ পাঠিয়েছি। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে আত্মসাত করা অর্থ ফেরত নেওয়ার ব্যবস্থা না করা হলে আইনানুযায়ী প্রদক্ষেপ নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ