জাবিতে টাইপিস্টের অভাবে প্রতিবেদন দাখিলে বিলম্ব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

টাইপিস্টের অভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিনের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হচ্ছে। বুধবার (২১শে অক্টোবর) বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে। অবরোধ পরবর্তী আলোচনায় প্রতিবেদন দাখিলে বিলম্বের এ কারণ জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

এসময় তিনি বলেন, ‘তদন্তের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে কিন্তু প্রতিবেদন লেখার কাজ টাইপিস্টের অভাবে দেরি হচ্ছে। আশা করা যায় আগামী দুই সপ্তাহে প্রতিবেদনের কাজ শেষ হবে।’

তিনি আরও বলেন, অভিযুক্ত সুদীপ্ত শাহীনকে ইতোমধ্যে মৌখিকভাবে দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। মারধরের শিকার ভ্যান চালক নাহিদের চিকিৎসার সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। বিশ্ববিদ্যালয়ে আগত নাগরিকদের নিরাপত্তা বিধান করতে প্রশাসন সচেষ্ট থাকবে।

এর আগে সুদীপ্ত শাহীনকে পদচ্যুত করাসহ চার দাবিতে রেজিস্ট্রার বরাবর ৮৬০টি স্বাক্ষর এবং ১২১ জনের সাক্ষ্য জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এব্যাপারে গণস্বাক্ষর অভিযান ও অবরোধের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও জাবি সংসদ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে রেজিস্ট্রার জানিয়েছেন, আগামী ৪ নভেম্বরের মধ্যে অভিযুক্ত সুদীপ্ত শাহীনের তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। রেজিস্ট্রারের কথা অনুযায়ী টাইপ করার লোক সংকট বিধায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আগামী ২৬ নভেম্বরের মধ্যে সুদীপ্ত শাহীনকে অফিসিয়ালি অপসারণ করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এর মধ্যে তাকে অপসারণ না করা হলে যেকেনো ধরণের অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।’


সর্বশেষ সংবাদ