রাজধানীতে রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ ১০ এইচএসসি পরীক্ষার্থী

দনিয়া কলেজ
দনিয়া কলেজ  © ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে এক রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দনিয়া কলেজের ১০ শিক্ষার্থী। অসুস্থ ছাত্রীদের সবাই এইচএসসি পরীক্ষার্থী। তাদের মধ্যে মাথা ঘোরা, বমির ভাব হওয়া, শরীর দুর্বল হয়ে পড়ার মত লক্ষণ ছিল।

জানা যায়, বুধবার (৮ মে) ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান (র‌্যাগ ডে) ছিল। পরে তারা প্রায় ৫০ জন শনির আখড়ায় ‘সেভেনটি ওয়ান’ নামের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে যান। খাওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু করা হয়। ওই জেনারেটরের ধোঁয়ায় রেস্তোরাঁর বাবুর্চি এবং তার দুই সহকারী অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে শিক্ষার্থীরাও অসুস্থবোধ করতে থাকে।

পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যার মধ্যে সবাই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন বলে জানান ওসি। 

ফারজানা আকতার নামের এক শিক্ষার্থী বলেন, আমার পাশে একজন অসুস্থ হওয়ার পর আমারও খারাপ লাগতে থাকে। কী কারণে আমাদের এরকম হল, সেটা বলতে পারব না।

ঢাকা মেডিকেলের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, খাবারের পর অসুস্থ হলেও তাদের মধ্যে হিস্টিরিয়ার লক্ষণ ছিল। হয়ত একজন অসুস্থ হওয়ার পর অন্যরাও ভয়ে অসুস্থ হয়েছে।

দনিয়া কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া বলেন, ওরা সবাই এইচএসসি পরীক্ষার্থী। রেস্টুরেন্টে খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। জেনারেটরের ধোঁয়ায় অক্সিজেন স্বল্পতায় তারা অসুস্থ হয়ে পড়ে থাকতে পারে বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ