জাবিতে চালু হচ্ছে নতুন দুটি ইনস্টিটিউট

জাবি
জাবি  © লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সেন্টার ফর এশিয়ান স্টাডিজ’ ও ‘ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি’ নামে নতুন দুটি ইনস্টিটিউট চালু করার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চতর সিন্ডিকেট পর্ষদ। 

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ বিশেষ সিন্ডিকেট সভা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান সিন্ডিকেট সভা পরবর্তী ব্রিফিংয়ে বলেন, অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার ফর এশিয়ান স্টাডি’ ও ‘ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি’ নামে দুটি স্বতন্ত্র ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরো বলেন, ‘বিশেষজ্ঞদের রিপোর্ট, বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ও প্রাকৃতিক ভারসাম্যতার কথা বিবেচনা করে স্থগিত হওয়া চারুকলা ভবন নির্মাণের স্থানের পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী চারুকলা ভবন ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের পাশে অস্থায়ী পুলিশ ফাঁড়ির ওখানে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।’


সর্বশেষ সংবাদ