রাবিতে ক্লাস বর্জন অব্যাহত, ধর্ষণের বিচার দাবিতে ট্রাইবুনাল গঠনের আহ্বান

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা  মাগুরার শিশু ধর্ষণের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইবুনাল গঠন এবং ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।    

শিক্ষার্থীরা জানান, বারবার নিরাপত্তাহীনতার ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন। বর্তমানে ম্যানেজমেন্ট, এগ্রনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার, উদ্ভিদবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফারসি ভাষা ও সাহিত্য, নৃবিজ্ঞান, ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স, আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হাসান বলেন, ‘একটি নিষ্পাপ শিশু এমন নির্মমতার শিকার হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইবুনাল গঠন করা হোক। প্রশাসন নিশ্চুপ থাকলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।’

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফারজানা তাসনিম বলেন, ‘শুধু নারী নয়, এবার তো একটি শিশু এমন ভয়াবহ ঘটনার শিকার হয়েছে। আমরা চাই, এই ঘটনার এমন দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়। 

অ্যাগ্রনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘একটি নিরপরাধ প্রাণ এমন বর্বরতার শিকার হবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই, যতদিন পর্যন্ত দোষীদের বিচার না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া হোসেনের ভাষ্য, ‘শুধু প্রতিশ্রুতি নয়, আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ চাই। প্রশাসন যদি শিশু আছিয়ার ধর্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে। আমাদের একটাই দাবি, অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

উল্লেখ্য, সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।  এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা দাবি করছেন তারা। 


সর্বশেষ সংবাদ