রাবিতে আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত

রাবিতে ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক’ শীর্ষক আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত হয়
রাবিতে ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক’ শীর্ষক আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত হয়  © টিডিসি

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক’ শীর্ষক আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্সের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

কনফারেন্সে পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি, কূটনীতিক কৌশল, শান্তি, আঞ্চলিকতাবাদ ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের রিসার্চ পেপার উপস্থাপন করেন। সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের পেপার প্রেজেন্ট করেন। 

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব, বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী রাউফু ইসলাম ইতু ও সহি হাবিব।

আরও পড়ুন: জাবিতে শিক্ষার্থীর চুরি হওয়া স্মার্টফোনসহ নারী আটক

সেমিনারের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়। স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ‘আজ আমরা এখানে একটি ইতিহাস তৈরি করতে জড়ো হয়েছি। এটিই বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় স্নাতক সম্মেলন। এমনকি দক্ষিণ এশিয়ায় এই ধরনের আয়োজন এটিই প্রথম।’

এই সম্মেলনের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, ‘প্রথমে আমার মনে একটি প্রশ্ন জাগছিল যে স্নাতক স্তরের শিক্ষার্থীরা সর্বদা নিষ্ক্রিয় দর্শক থাকবে কেন? তাদেরও হয়তো পৃথিবী পরিবর্তন করার জন্য উজ্জ্বল ধারণা থাকতে পারে। আমি সর্বদা বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীদের চিন্তাভাবনা এবং ধারণাগুলি জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে, এই সম্মেলনটি সারা দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর আয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ কর্তৃক প্রথমবারের মতো আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এবং এ জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ধন্যবাদ জানাই। বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে আন্তর্জাতিক সম্পর্ক বিশাল অবদান রাখে। বাংলাদেশ ভূ-রাজনৈতিক দিক থেকে ছোট হলেও আমাদের রয়েছে বঙ্গোপসাগরসহ‌ অনেক সম্পদ। আমরা এই সম্পদকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সম্পর্ক এর মাধ্যমে বিশ্বে আমাদের অভাবনীয় সাফল্য অর্জন করতে পারি।’

আরও পড়ুন: বেরোবির নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ করার দাবি

উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, ‘রাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নতুন বিভাগ এবং তাদের সীমাবদ্ধতার মধ্যেও এত সুন্দর আয়োজন করায় আমরা সত্যিই অভিভূত। আশা করছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আগামীতে আরো এরকম আয়োজন করবে।’

উদীয়মান বিশ্বে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা: সফট পাওয়ারের ভূমিকা নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রোকেয়া হক রিমু এবং বঙ্গোপসাগরে শক্তির ভূ-রাজনীতি: বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে সামুদ্রিক সম্পদের জন্য ত্রিপক্ষীয় প্রতিযোগিতার বিকাশ' নিয়ে আলোচনা করেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাঈম।


সর্বশেষ সংবাদ