নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, আটক ১
- মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
- প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ AM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ AM
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের ভিডিও ধারণের সময় হাতেনাতে ধরা পড়েছেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম তার নাম আশরাফুজ্জামান নূর রিজভী। তিনি বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী।
জানা গেছে, মেরিটাইম ইউনিভার্সিটির মেঘনা ভবনের দ্বিতীয় তলায় ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল ফোনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ করে। পরবর্তীতে তার মোবাইল তল্লাশি করে ধারণকৃত কিছু অশ্লীল ভিডিও পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ওই শিক্ষার্থী ভিডিও করার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয় এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়।