ফেনীতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক ছাত্রলীগের কর্মী

গ্রেপ্তারকৃত ইফতেখার মুনতাসির অধির
গ্রেপ্তারকৃত ইফতেখার মুনতাসির অধির  © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসা ইফতেখার মুনতাসির অধির (১৮) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে মারধরের পর পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) সকালে পলিটেকনিক ক্যাম্পাস থেকে তাকে আটকের পর মারধর ক‌রে পুলিশে সোপর্দ করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত অধির ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী। সে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ীয়ার আড়িধন ভুঁইয়া বাড়ির মৃত ইয়াসীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সে জড়িত ছিলেন। হামলার সাথে জড়িত থাকার কারণে ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসতে দেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে আটক করে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।

রুবেল মোগল নামে এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, ৪ আগস্ট মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সে জড়িত ছিল। সকালে ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসতে দেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে আটক হওয়ার পর সে ৪ আগস্ট হামলার ঘটনায় জড়িত ছিল বলে স্বীকারোক্তি দেয়। হামলার ঘটনায় জড়িত থাকার সিসিটিভি ফুটেজে তাঁর উপস্থিতি চিহ্নিত করা হয়েছে। 

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত অধিরকে ফেনী মডেল থানায় করা একটি হত্যা মামলায় আসামি হিসেবে দেখানো হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ