নববিবাহিত স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল ঢাবির সাবেক ছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ PM
নববিবাহিত স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন স্কুল শিক্ষক স্ত্রী। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর সদরের মহেশপুর কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত কলেজ শিক্ষকের নাম রাজু আহমেদ ও তার স্ত্রীর নাম সাদিয়া আক্তার। নিহত রাজু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, জামালপুর সদরের নান্দিনার নিজ বাড়ি থেকে শনিবার বিকেলে রাজু আহমেদ ও সাদিয়া আক্তার নবদম্পতি মোটরসাইকেলে বেড়াতে বের হন। নান্দিনা বাজার থেকে ময়মনসিংহ সড়কে লাহিড়ীকান্দা নামে এলাকার দিকে ঘুরতে যান তারা। ওই দম্পতি চাকরির সুবাদে জামালপুর শহরে বসবাস করেন। শহরে ফেরার পথে সদর উপজেলার মহেশপুর কালিবাড়িতে আসলে মোটরসাইকেলের পেছনের আসন থেকে পিছলে পড়ে যান সাদিয়া আক্তার।
স্ত্রী পেছনের আসন থেকে পড়ে গেলে পেছনে তাকিয়ে অপ্রস্তুত মোটরসাইকেলচালক রাজু আহমেদ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান রাজু আহমেদ।
স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় রাজু আহমেদ ও সাদিয়া আক্তারকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়।
এসময় রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন ডাক্তার। গুরুতর আহত সাদিয়া আক্তার চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।
নবদম্পতির এক আত্মীয় ডাক্তার হিমেল জানান, রাজু আহমেদ ৪১তম বিসিএসের শিক্ষা ক্যাডার লাভ করে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক হিসেবে চাকরি করছেন। তার স্ত্রী সাদিয়া আক্তার জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, এইমাত্র দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে তারপর এ বিষয়ে বলা যাবে।