ঢাবিতে নন-ফিকশন বইমেলা শুরু শনিবার

ঢাবিতে নন-ফিকশন বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন
ঢাবিতে নন-ফিকশন বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অষ্টমবারের মতো আয়োজন হতে যাচ্ছে দেশের একমাত্র নন-ফিকশন বইমেলা। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে আগামী শনিবার (২৮ ডিসেম্বর) থেকে ৩০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা। বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এ আয়োজন করছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুষদের ড. আব্দুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম। উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বণিক বার্তার যুগ্ম বার্তা সম্পাদক মো. সাইফুল ইসলাম, বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিংয়ের উপমহাব্যবস্থাপক মঞ্জুর হোসাইন ও সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম।

এ সময় জানানো হয়, সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা। এ বছর ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। 

প্রতিষ্ঠানগুলো হলো- অনন্যা, আদর্শ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স, ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জয়তী, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স, পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বেঙ্গলবুকস, মাওলা ব্রাদার্স, রকমারি, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ ও হাওলাদার প্রকাশনী।

বদরুল আলম বলেন, মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র‍্যাফল ড্রর  আয়োজন। র‍্যাফল ড্রতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় সব পুরস্কার, যার মধ্যে আছে এয়ার টিকিট, স্মার্ট টেলিভিশন, রেফ্রিজারেটর, কিন্ডল স্মার্টফোনসহ অনেক কিছু।

আরো পড়ুন: রাবি ভর্তির চূড়ান্ত আবেদন নেওয়া হবে চার ধাপে

তিনি আরো বলেন, শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর সভাপতি আবুল কাশেম ফজলুল হক। এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রকাশক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। 

এ ছাড়া ৩০ ডিসেম্বর বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এ ছাড়া জুরি ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ