ঢাবিতে ছাত্রলীগ সভাপতির রুমে বুলেট, মদের বোতল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ PM
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সভাপতি মাজহারুল কবির শয়নের রুম থেকে .২২ ক্যালিবার সদৃশ একটি বুলেট ও একটি স্কচ হুইস্কি মদের বোতল পাওয়া গেছে।
জানা যায়, ছাত্রত্ব না থাকা সত্ত্বেও অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ৩৪৩, ৩৪৪ এবং ৩৪৫ নম্বর রুম দখল করে থাকতেন শয়ন। কোটা আন্দোলন চলাকালীন সময়ে গত ১৭ জুলাই ঢাবির সব হল থেকে একে একে ছাত্রলীগের নেতাদের রুম ভাঙচুর করে তাদের বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা আঁচ করতে পেরে আগের দিন রাতেই (১৬ জুলাই) হল ছেড়ে পালান ছাত্রলীগ সভাপতি শয়ন।
বর্তমানে সূর্যসেন হলের ৩৪৫ নম্বর রুমে থাকেন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী আরিফুল ইসলাম। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রুমে আসবাবপত্র পরিষ্কার করার সময় বুলেট ও মদের বোতলটি পেয়েছেন বলে তিনি জানান।
আরিফুল ইসলাম গতকাল এই প্রতিবেদককে একটি স্কচ হুইস্কি মদের বোতল দেখান। বোতলের ভেতরে একটি .২২ ক্যালিবার সদৃশ বুলেট ছিল বলেও নিশ্চিত করেন তিনি। এ বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, শয়নের পালানোর পর তার রুমে ভাঙচুর করা হয়। সম্প্রতি আসবাবপত্র পরিষ্কার করার সময় এই বোতলটি তিনি পেয়েছিলেন বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভুঁইয়া বলেন, এটা তো অনেক আগের ঘটনা। এ বিষয়ে আমি কিছু জানি না। কোনো স্টুডেন্ট তো আমার কাছে এসে এ ব্যাপারে জানায়নি। এটা প্রক্টর এর বিষয়। প্রক্টরকে জানানো উচিত।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদে বলেন, এটা হলের ভেতরের বিষয়। এটা হল প্রশাসনেরই ব্যবস্থা নেয়ার কথা। আমরা হলের সার্বভৌমত্বের ভিতর ঢুকতে চায় না। এসময় তিনি পুনরায় হল প্রভোস্টকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জানাতে বলেন এই প্রতিবেদককে।