বিজ্ঞপ্তি দিয়ে রাবির হলে সিট বরাদ্দ শুরু বৃহস্পতিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © লোগো

আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে বিজ্ঞপ্তির মাধ্যমে সিট বরাদ্দ দেওয়া হবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
 
সভায় আরো সিদ্ধান্ত হয়, আবাসিকতা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা চাপ ইত্যাদি সরাসরি শৃঙ্খলাভঙ্গের প্রয়াস বলে বিবেচিত হবে। কোনো হলে তথাকথিত 'পলিটিক্যাল ব্লক' বা অন্য কোনো অননুমোদিত ব্লক, রুম ইত্যাদি থাকবে না।

আরও পড়ুন : রাবিতে চার শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন একই প্রক্সিদাতা

সভায় অন্যদের মধ্যে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রাবি শিক্ষার্থীদের ‘আপনি’ সম্বোধনের নির্দেশ হল প্রশাসনের

প্রসঙ্গত, রাবির আবাসিক হলে শৃঙ্খলা বজায় রাখা ও আবাসিকতা প্রদানসংক্রান্ত বিষয়ে উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষদের পূর্বের দুটো সভার ধারাবাহিকতায় আজকের এই সভা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ