পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঢাবি শিক্ষক সমিতির

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি  © ফাইল ছবি

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ডিইউটিএ)। রোববার (১৯ মে) শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মানববন্ধন ও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষক সমিতি।

সোমবার (২০ মে) সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ২৬ মে (রোববার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এ সময়ের মধ্যে প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ বাতিল না হলে মানববন্ধন থেকে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: স্কুলে পেনশন স্কিম বাধ্যতামূলক করে দেওয়া চিঠি প্রত্যাহারের নির্দেশ কর্তৃপক্ষের

এতে বলা হয়েছে, গত ১৩ মার্চ জারিকৃত এসআরও নম্বর ৪৭-আইন/২০২৪ এর মাধ্যমে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এটি প্রত্যাখ্যান করে ১৯ মার্চ প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে ৩ এপ্রিল শিক্ষক সমিতির সাধারণ সভায় উপস্থিত শিক্ষকরা এ পেনশন স্কিমে অন্তর্ভুক্তি প্রত্যাখ্যানপূর্বক তীব্র প্রতিবাদ করেন। 

এক মাস পার হলেও প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ বাতিলের কোন উদ্যোগ না নেওয়ায় ২৯ এপ্রিল শিক্ষক সমিতির কার্যকর পরিষদের জরুরি সভায় ৩০ এপ্রিল থেকে ৭ মে ২০২৪ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৬১ জন শিক্ষক স্বাক্ষর করে সর্বজনীন পেনশনে শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের পক্ষে মতামত দেন।


সর্বশেষ সংবাদ