ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে খাবার খেলেন হল প্রাধ্যক্ষ রফিক শাহরিয়ার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:২০ AM , আপডেট: ০৪ মে ২০২৪, ০৮:০২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম হল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সাথে হল ক্যান্টিনে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেন। শুক্রবার (৩ মে) জুম্মার নামাজ আদায়ের পর তিনি হল পরিদর্শনে যান। এসময় হলের আবাসিক শিক্ষক ড. মুমিত আল-রশীদসহ হল ছাত্রলীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানায়, সম্প্রতি ঢাবির স্যার এ এফ রহমান হলে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর থেকে হল সংস্কারে বিভিন্ন কাজের উদ্যোগ নেন।
এ বিষয়ে স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী কামরুল হাসান শুভ বলেন, স্যার হলে আসার পর গেস্টরুমে নতুন সোফার ব্যবস্থা করেছেন, নীচতলার রুমগুলোতে রঙের কাজ এবং ফ্যান সংখ্যা বৃদ্ধি করেছেন। এছাড়া ওয়াশরুম এবং দোকানেরও সংস্কার কাজ করেবেন বলেছেন। তিনি হলে আসার পর শিক্ষার্থীরাও বেশ খুশি।
ক্যান্টিন পরিদর্শনের বিষয়ে ড. রফিক শাহরিয়ার বলেন, আমি কোনো কারণ ছাড়াই হল ক্যান্টিন পরিদর্শন করি এতে করে শিক্ষার্থীদের সাথে আমার সম্পর্ক উন্নয়নের জায়গা তৈরি হয় পাশাপাশি ক্যান্টিনের খাবারের মান যাচাই হয়। বাকী এবং ফ্রীতে খাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমি ক্যান্টিন মালিককে বলেছি বাকীর লিস্ট দিতে লিস্ট পাওয়া মাত্র সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।