যুক্তরাষ্ট্রের টানেল চবির ডায়েরিতে হয়ে গেল বঙ্গবন্ধু টানেল!
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:১০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন বছরের অফিসিয়াল ডায়েরিতে স্থান পেয়েছে একটি টানেলের ছবি। এই ডায়েরির শেষ দুই পৃষ্ঠাজুড়ে ব্যবহার করা হয়েছে সেই ছবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটি কর্ণফুলী নদীর তলদেশে তৈরি বঙ্গবন্ধু টানেলের ভেতরের ছবি। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের অনেকেই বলছে, এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশের এলিজাবেথ রিভার টানেলের ছবি। এ নিয়ে চলছে সমালোচনা ও বিতর্ক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ডায়েরি একটি কমিটির মাধ্যমে তৈরি করা হয়। যার নাম তথ্য নির্দেশিকা মুদ্রণ কমিটি। ডায়েরির আকার-আকৃতি, গঠন, নকশা, ছবি কি হবে তা এই কমিটিই নির্ধারণ করে দেয়। এজন্য কমিটির আহ্বায়ক সাড়ে ৩ হাজার টাকা ও প্রতিজন সদস্য ৩ হাজার টাকা করে সম্মানী পেয়ে থাকেন।
জানা যায়, ডায়েরিতে যা কিছু ছাপানো হয় সব ওই কমিটির অনুমোদনক্রমেই হয়। অতীতে ডায়েরিতে ব্যবহার করা ছবি ফটোগ্রাফার থেকে অনুমতি ও ক্ষেত্রবিশেষে সম্মানী দিয়ে সংগ্রহ করা হতো।
এটি আসলে বঙ্গবন্ধু টানেলের ছবি কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক অধ্যাপক ড. এফ. এম এনায়েত হোসেন বলেন, আসলে বঙ্গবন্ধু টানেল তো একটা না, এর বিভিন্ন এঙ্গেলের ছবি আছে ইন্টারনেটে। চাইলে আপনি নিজেও চেক করতে পারেন। যিনি ছবিটা দিয়েছেন তিনি একজন এক্সপার্ট। কমিটি ডায়েরিতে দেওয়ার জন্য যেটা নির্ধারণ করেছে, সেটাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে আরও জানতে চাইলে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক অসীম কুমার রায় বলেন, এটি বঙ্গবন্ধু টানেলেরই ছবি। আমি নিজে পরিদর্শন করেছি। এমন না যে আমি না গিয়ে ছবিটি দিয়েছি। এটি নির্মাণাধীন অবস্থায় ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে। এখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছে এই একই ছবি নিয়ে এটিএন বাংলা টিভি নিউজ করেছিলো। এজন্য আমরা এটা ব্যবহার করেছি।
বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, কিছুটা মিল আছে। কিন্তু এটা বঙ্গবন্ধু টানেলের ছবি নয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ জানান, তিনি ওই কমিটিতে ছিলেন না। বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজন অনুযায়ী কাজ করবেন।
চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম অযোগ্যতার পরিচয়। এটা একধরনের চৌর্যবৃত্তি। কেননা ভিন্ন একটি দেশের টানেলের ছবি নিজেদের বলে চালিয়ে দেওয়া। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার ডায়েরিতে এমন ভুল এ প্রশাসনের চরম অদক্ষতার পরিচয়। এর সাথে সংশ্লিষ্ট এমনকি উপাচার্যও এর দায় এড়াতে পারেন না।
তদন্তে কমিটি গঠন চবি প্রশাসনের
ডায়েরিতে বঙ্গবন্ধু টানেলের স্থানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশের এলিজাবেথ রিভার টানেলের ছবি ব্যবহারের ঘটনা তদন্তের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য নির্দেশকা -২০২৪'র ডায়েরিতে ব্যবহৃত বঙ্গবন্ধু টানেলের ছবির ব্যাপারে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং এই তথ্য নির্দেশিকা অতিসত্বর প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হল। আমরা এ ব্যাপারে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ ফরিদুল আলম, আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী। কমিটিতে সচিব হিসেবে রয়েছেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মঈনুল ইসলাম লিটন।