জাবির মন্দিরে চুরি, উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ AM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মন্দিরের ছাউনির টিন কেটে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন সরঞ্জামাদি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সনাতনধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১১ টার দিকে উপাচার্যের আশ্বাসে হলে ফিরে যান তারা।
এসময় তার ৬ দফা দাবি তুলে ধরে। তাদের দাবিগুলো হলো- আগামী তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় মন্দিরের স্থান নির্ধারণ, কেন্দ্রীয় মন্দিরে স্থায়ী পুরোহিত ও নিরাপত্তাকর্মী নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্য উপাসনা কক্ষ নির্ধারন, আগামী তিন দিনের মধ্যে উপাচার্য কর্তৃক কেন্দ্রীয় মন্দির পরিদর্শন, ক্ষতিপূরণ এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ, মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রশাসন কর্তৃক সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং সর্বশেষ মন্দিরের জন্য স্থায়ী রাস্তা নির্মাণ করা।
বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস, নিয়মিত সাপ্তাহিক প্রার্থনার অংশ হিসেবে ১ সপ্তাহ পরে সন্ধ্যায় আমরা মন্দিরে প্রার্থনা করতে যাই। তখন প্রার্থনার প্রয়োজনীয় ধর্মীয় গ্রন্থসহ সব সরঞ্জামাদি চুরির বিষয়টি নজরে আসে। এর আগেও মন্দিরে ৪ বার চুরি হয়েছে। বারবার মন্দিরে চুরি হওয়ার ঘটনা দুঃখজনক। আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান হোক। মন্দিরের ছাউনির টিন কেটে ২৫০টির মতো গীতা, ৪টি বেদ, ৩টি সিলিং ফ্যান, ২ টি এনার্জি বাল্ব, ২৫০টি থালা, ৩০টি গ্লাস, ২ টি বালতি, ২টি সাউন্ড বক্স ও পূজার অন্যান্য সামগ্রী চুরি হয়েছে বলে জানান অমিত।
দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, হলগুলোতে উপাসনালয় কক্ষ বরাদ্দ দেওয়ার বিষয়ে এ মুহূর্তে আমি আশ্বস্ত করতে পারছিনা। তবে বাকি দাবিগুলো আগামী ৩ কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।