চুলা থেকে বাজারে ভয়াবহ আগুন, পুড়ল ১৬ দোকান
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ২৩ মার্চ ২০২৫, ১০:০৬ AM

নোয়াখালী সদর উপজেলার মান্নান নগর বাজারে ১৬টি দোকান ভয়াবহ আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (২৩ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নাননগর বাজারে এ ঘটনা ঘটেছে।
আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যান। অনেকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ১টার দিকে হঠাৎ হোরন মিয়ার চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
আরো পড়ুন: ‘দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর
তাদের আসার আগেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি কাপড় দোকান, দিনটি চায়ের দোকান, মুরগি ও তিন মুদি দোকানসহ ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।