রাবির হলের ফরম পূরণে ৫০ টাকা ফি আদায় নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০টাকা করে নেওয়া হচ্ছে। বিষয়টি অযৌক্তিক দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৮ আগস্টে প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় ৪ নং প্রস্তাবের সিদ্ধান্ত মোতাবেক মাস্টার্স ও অনার্স-এর সকল বর্ষের ফরম পূরণ ও মান উন্নয়ন পরীক্ষার জন্য ৫০ টাকা ফি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর একাডেমিক পরীক্ষাগুলোতে ফরম পূরণের ক্ষেত্রে আবাসিক হলগুলোর তেমন কোনো কার্যক্রম থাকে না। একজন আবাসিক কিংবা অনাবাসিক শিক্ষার্থীর পরীক্ষার আবেদনপত্রে সংশ্লিষ্ট হল প্রভোস্ট কেবল একটি স্বাক্ষর করে আবেদনের সত্যতা যাচাই করেন।

শিক্ষার্থীরা বলছেন, ফরম পূরণে হল প্রভোস্টের একটা স্বাক্ষর ছাড়া আর কোনো কাজ নেই। শুধু এই একটি স্বাক্ষরের জন্য আলাদা করে ৫০ টাকা জমা দিতে হচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। 

আরও পড়ুন: নিয়মের তোয়াক্কা না করে দেড় কোটি টাকায় কুবি ভিসির গাড়িবিলাস

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান বলেন, ‘তৃতীয় বর্ষের ইমপ্রুভমেন্টের ফরম ফিলাপের জন্য প্রভোস্টের স্বাক্ষর নিতে জিয়া হলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি একটি অ্যাকাউন্ট নম্বরে আলাদা করে ৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। আমি অফিসের ভাইদের কাছে কীসের টাকা দিতে হবে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।  তারা বলছেন প্রভোস্ট যা করতে বলেছে, আমরা তাই করেছি। পরে ব্যাংকে টাকা জমা দিয়ে আসলাম।’ 

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নাইম ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদেরকে হয়রানি করার নতুন পন্থা আবিষ্কার করা হয়েছে। এই ৫০ টাকা দিতে আবার ব্যাংকে যাবেন, স্লিপ নিয়ে হলে আসবেন এবং তারপর বলবে পরের দিন আসো।’ 

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. জয়ন্তী রানী বসাক বলেন, ‘প্রভোস্টের সিগনেচারের জন্য কোনো ফি আদায় করা হচ্ছে না। এটি ভুল তথ্য। প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা ফি আদায় করা হচ্ছে। এটা হল উন্নয়ন ফান্ড থেকে বিবিধ ফান্ডে জমা নেওয়া হবে। সিগনেচারের জন্য প্রভোস্টের আলাদা কোনো ফান্ড নেই।’


সর্বশেষ সংবাদ