খসে পড়ল ঢাবির হলের ছাদের অংশ, অল্পে রক্ষা দুই শিক্ষার্থীর
- ঢাবি প্রতিবেদক
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলের একটি কক্ষের ছাদের একাংশ ধ্বসে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই শিক্ষার্থী। শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ভবনের ২৭০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ছাদের একাংশ ধ্বসে পড়লে আতঙ্কে ঘুম ভাঙে কক্ষের চার শিক্ষার্থীর। তবে এতে কারো ক্ষতি হয়নি।
জানা গেছে, ঘটনার সময় কক্ষে ঘুমিয়ে ছিলেন চার শিক্ষার্থী। হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে সবার। প্রথমে ঘটনা বুঝতে না পারলেও কক্ষের লাইট অন করে বিষয়টি নজরে আসে সবার। চার শিক্ষার্থীর মধ্যে একজন ফ্লোরে ও অন্যজন বিছানায় শুয়ে ছিলেন। ছাদ খসে এ দুজনের মাথার পাশ বরাবর ভেঙে পড়ে।
একটু এদিক-সেদিক হলেই তা মাথায় পড়ে বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে তারা জানিয়েছেন। ভয়ে বাকি সময় আর ঘুমাতে পারেননি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো আব্দুর রহিম বলেন, আমাদের ‘সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিব কোথা’। হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় এমন ঘটনা ঘটছে। এত বছর হলো একটি হল প্রতিষ্ঠা হয়েছে। স্বাভাবিকভাবেই ভবনের কার্যক্ষমতা অনেক কমে গেছে।
তিনি বলেন, এখানে আমি বা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও তেমন কিছু করতে পারব না। সাময়িক প্লাস্টার করে দিলে সেটাও দীর্ঘস্থায়ী হয় না। তবে মেগা প্রজেক্টের আওতায় নতুন ভবন নির্মানের বিল পাস হয়েছে। সেটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের দূর্ভোগ কিছুটা কমবে বলে মনে করি।