ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করলেন ছাত্রদল
ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করলেন ছাত্রদল  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় নেতারা সাংবাদিকদের সহায়তায় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সহাবস্থান প্রত্যাশা করেন।

আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের সমিতির নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের ঢাবি সেক্রেটারি আরিফুল ইসলাম শুরুতেই সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দকে ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের কলমযোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ার। সাংবাদিকদের লেখনী অবিচল থাকুক ন্যায়ের পক্ষে, সত্যের সাথে। আপনাদের লেখনির মাধ্যমে দেশে আইনের শাসন, সুশাসন ফুটে উঠুক। আপনারাই কলমের মাধ্যমে ঢাবির হল ও ক্যাম্পাসে ছাত্রলীগের অপকর্ম, নির্যাতন সহ সব তুলে ধরেছেন। আপনারা না থাকলে এটা বাইরের কেউ জানতে পারতো না।

আরও পড়ুন: ফল ভালো না হওয়ায় নোবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা 

তিনি আরও বলেন, আমরা কিছুদিন আগে নতুন হল কমিটি দিয়েছি যারা ক্যাম্পাসের রানিং শিক্ষার্থী হতেও হলে অবস্থান করতে পারছে না। আমরা আমাদের অধিকার চাই এবং হল ও ক্যাম্পাসে সহাবস্থান চাই। যারা নিজেদের অধিকার পায় না তারা দ্রোহের অনলে জ্বলতে থাকে এখানে আমরাও নিজেদের অধিকার আদায়ে দ্রোহের অনলে জ্বলে  রণাঙ্গনে নামবো। এসময় তিনি নিজেদের অধিকার আদায়ে প্রতিশোধ নিতে এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে সাংবাদিক সমিতির সহযোগিতা কামনা করেন।

ছাত্রদলের ঢাবি সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সেটার মূলে ছিলো ঢাবির শিক্ষার্থীরা। আর এসব সফল করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাবির সাংবাদিকরা৷ আমি চাইবো আপনারা পূর্বেও নিজেদের সত্যের পক্ষে লিখেছেন সামনেও লিখবেন। ছাত্রলীগ পূর্বেও হলগুলোতে শিক্ষার্থীদের  নির্যাতন করে এসেছে বর্তমানেও করে যাচ্ছে। আমরা ক্যাম্পাসে আসলেই তারা আমাদের বিতাড়িত করার চেষ্টা করেছে। ডাকসুর পরে আমরা ক্যাম্পাসে কিছুটা সহাবস্থান পেলেও শেষ এক বছর ধরে তারা আমাদের ক্যাম্পাসে আসতে দিচ্ছে না। যেখানেই আমাদের নেতাকর্মীদের দেখতে পাচ্ছে তাদের উপর ছাত্রলীগ হামলা করছে। আমরা আশা করবো আপনাদের মাধ্যমে আমরা ক্যাম্পাসে সহাবস্থান পাবো এবং আমাদের আদর্শের রাজনীতি চর্চার সুযোগ পাবো। 

সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি আল সাদী ভূঁইয়া ছাত্রদলের সভাপতি সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, যেখানে বলা হয় সত্য ও ন্যায়ের পথের সাংবাদিকদের কলম বিক্রি হয়ে গেছে সেখানে আমি বলবো আমাদের সাংবাদিকদের কলম এখনো বিক্রি হয়নি। ক্যাম্পাসের ছাত্ররাজনীতিতে সহাবস্থান  ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে আমরা সকল ছাত্র সংগঠন এর সাথে কথা বলছি। আমরা সবাইকে বলছি যেন তারা দায়িত্বশীলের ও ধৈর্য্যের পরিচয় দেয়। আমরা আশা করবো ছাত্রদল-ছাত্রলীগ সহ সকল ছাত্র সংগঠনগুলো একত্রে ক্যম্পাসে নিজেদের মুক্ত চিন্তার রাজনীতি করবে এবং  শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করে যাবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মাহীর সঞ্চালনায় সৌজন্য সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইজাজুল কবির রুয়েলকে আর সহসভাপতি করা হয়েছে মো. হাসানুর রহমান ও মশিউর রহমান, সাংবাদিক সমিতির সহ-সভাপতি রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসিমুল হুদা, অর্থ সম্পাদক ইমদাদুল আজাদ, দপ্তর সম্পাদক জাফর আলী, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক ফারুক, খালেদ মাহমুদ,  হাসান আলী সহ সমিতির অন্যান্য সদস্য ও ছাত্রদলের বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ