জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে । মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।বিকেল ৪টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের মধ্য দিয়ে তৃতীয় দিনের পরীক্ষা শেষ হবে। 

এই ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির বিষয়গুলো অর্ন্তভুক্ত রয়েছে। এতে আসনপ্রতি লড়াই করছে ১৩৯ জন শিক্ষার্থী।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে লড়াই করবে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ১৩৬ জন।

তৃতীয় দিনে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪৬টি আসনে আবেদনকারীর সংখ্যা ৬১ হাজার ৮৬৪ জন। সেই হিসেবে ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়াই করছে ১৩৯ জন শিক্ষার্থী।

এ বিষয়ে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা এখন পর্যন্ত নির্বিঘ্নে চলছে। আজকের উপস্থিতির হার সবগুলো শিফটের পরীক্ষা শেষে জানাতে পারব। তবে উপস্থিতির পরিমাণ বেশ ভালো। 
এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার (২১ জুন) ও বৃহস্পতিবার (২২ জুন) দুই দিনে ৪ শিফটে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ