জাবি বটতলায় ফ্রিজে পচা-বাসি খাবার, জরিমানা ২৫ হাজার

জাবি বটতলার খাবারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে
জাবি বটতলার খাবারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলার খাবারের দোকানগুলোতে অভিযান চালিয়ে ফ্রিজে পচা-বাশি খাবার রাখার অভিযোগে চার দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ জাবি শাখা। বৃহস্পতিবার (১৫ জুন) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, ভাসানী হল, কামালউদ্দীন হল সংলগ্ন বটতলার খাবারের দোকানগুলোতে এ অভিযান পরিচালিত হয়।

সরেজমিনে দেখা যায়, এ অভিযানে সিংগাইর হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং জুনায়েদ বিরিয়ানি হাউজ এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও ধানসিড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ইখতিয়ার উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা আ ফ ম কামালউদ্দিন হল, মওলানা ভাষানী হল ও বঙ্গবন্ধু হলের আওতাধীন দোকানগুলোতে অভিযান চালিয়েছি। পচা-বাসি খাবার রাখার অভিযোগে চারটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছি। এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ না করলে এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, দোকানগুলোর খাবারের মান ও পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি খাবারের দাম নির্ধারণেও আমরা নতুন মূল্যতালিকা দেব।

আরও পড়ুন: জোবাইদা রহমান কলেজে অধ্যক্ষ নিয়োগে জেষ্ঠ্যতা লঙ্ঘনের অভিযোগ

এদিকে, অভিযানে বিভিন্ন হোটেলে প্রাপ্ত নিষিদ্ধ টেস্টিং সল্ট, বারংবার ব্যবহৃত তেল, বাসি ভর্তা, নষ্ট ময়দা ফেলে দেয়া হয়। পাশাপাশি হোটেলমালিকদের সব ধরনের খাবার ঢেকে রাখার নির্দেশনাও দেয়া হয় অভিযানে।

অভিযান চলাকালীন খাবার খেতে আসা আসিফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, হোটেলগুলোর ভেতরের পরিবেশ বা তাদের রান্না করার পদ্ধতি আমাদের পক্ষে তো আমরা জানি না। অনেক সময় গন্ধযুক্ত ভর্তা পরিবেশন করা হয়। গত শুক্রবার আমি মুরগীর মাংসের ভেতর পোকাও পেয়েছিলাম। এক্ষেত্রে সিওয়াইবি জাবি শাখার নিয়মিত অভিযান খুবই কার্যকরী ভূমিকা রাখছে। এটা সত্যিই প্রশংসার যোগ্য।

সিঙ্গাইর হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. আব্দুল কাদের বলেন, আমরা পচা খাবার রাখি না।  দিনের খাবার দিনেই রান্না করা হয়। তবে ফ্রিজে একটু সমস্যা থাকার জন্য ফ্রিজে সংরক্ষণ করা খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমরা ভবিষ্যতে খাবারের সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করবো।

অভিযানে অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ইসরাফিল আহমেদ, মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, সিওয়াইবি জাবি শাখার সভাপতি মো. নাঈম ইসলাম ও সাধারণ সম্পাদক উম্মে মোতাহারা অনামিকাসহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ