প্রশ্নফাঁসের অভিযোগে জাবি শিক্ষার্থীর খাতা বাতিল, পরীক্ষা স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ১৪ জুন ২০২৩, ০৩:২৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে এক শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে। এই ঘটনায় ওই বর্ষের অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে।
গত রোববার রসায়ন বিভাগের টপিকস ইন বায়োকেমিস্ট্রি নামের ৪৩৩ নং কোর্সের পরীক্ষার প্রশ্নফাঁস হয়।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম জাহিদ মোস্তফা। তিনি জাবির ৪৬তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রসায়ন ভবনের ২০২নং কক্ষে দুপুর ২টায় পরীক্ষা শুরু হয়। প্রায় দশ মিনিট পর কক্ষের পরিদর্শক অধ্যাপক নাছরিন জুয়েনা জাহিদকে সন্দেহ করেন। এক পর্যায়ে খাতা চেক করতে গেলে জাহিদের কাছে একটি সম্পূর্ণ লিখিত উত্তরপত্র পাওয়া যায়। পরে পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার পূর্ব লিখিত উত্তরপত্র বাতিল করা হয়।
এ বিষয়ে অধ্যাপক নাছরিন জুয়েনা গণমাধ্যমকে বলেন, যথেষ্ট এভিডেন্স পাওয়া সাপেক্ষে ওই শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে। আমরা খাতা বাতিল করে চেয়ারম্যানের কাছে রিপোর্ট করে পাঠিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, ওই শিক্ষার্থী কীভাবে এই কান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখতে একটির তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।