রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৪:৩৪ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৩, ০৪:৪০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর দুইটার দিকে সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা এম. তারেক নূরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
জানা গেছে, ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। এরআগে তিনি রাবির মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচিত সদস্য।
দায়িত্ব গ্রহণ শেষে নতুন নতুন ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের এই দপ্তরের কার্যক্রম শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত। সেজন্য আমরা চেষ্টা করে যাবো যেন সবসময় শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতা করতে পারি। তাদের প্রয়োজনগুলো পূরণ করতে সব সময় আমার চেষ্টা থাকবে। বিশেষ করে সাধারণ ছাত্রদের শিক্ষাজীবনের সকল বাধা ও সংকট কাটিয়ে উঠার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করবো।
একইসাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।